আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মূল্যবৃদ্ধি: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঢাকায় থাকা ব্যাচেলরদের জীবন আরও কঠিন করে তুলেছে
চাকরি বা পড়াশোনার জন্য পরিবারের কাছ থেকে দূরে এসে ঢাকা শহরে মেসে থাকেন অনেক ব্যাচেলর, যারা খুব অল্প অর্থ দিয়ে তাদের পুরো মাস পার করেন।
দ্রব্যমূল্যে বেড়ে যাওয়ায় এখন সীমিত টাকায় শহরে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। অনেকে বাড়তি টিউশনি করে নিজেদের খরচ মেটানোর চেষ্টা করছেন, আবার অনেকে মাস শেষ হবার আগেই পরিবারের কাছ থেকে টাকা চেয়ে আনছেন।
এক দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অন্য দিকে পড়াশোনা ও পরীক্ষার চাপ সব মিলিয়ে কেমন আছে ঢাকায় থাকা ব্যাচেলররা, খোঁজ নিয়েছিলেন বিবিসির শাহনেওয়াজ রকি।