আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
টোমাটিনা: স্পেনে দু বছর বন্ধ থাকার পর ফের শুরু টমেটো ছোঁড়াছুড়ির খেলা
স্পেনের বার্ষিক টোমাটিনা ফুড ফাইট মহামারি চলাকালীন দুই বছর বন্ধ ছিল। তবে মহামারির প্রকোপ কমে আসায় এবারে ভ্যালেন্সিয়ার কাছে বুনিওল শহরে আবারও উৎসবের আমেজ ফিরে এসেছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে উৎসবের সময় হাজার হাজার মানুষ একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারছে।
এটা এখন পর্যন্ত "বিশ্বের সবচেয়ে বড় খাদ্য লড়াই"।
এই উৎসবের শুরু হয়েছিল ১৯৪৫ সালে। সেসময় স্থানীয়দের মধ্যে খাবারের লড়াই হতো।
পরে সেটা জাতীয় উৎসবে রূপ নেয়।