আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চা শ্রমিকদের জীবন কেমন? তারা কি অন্য শ্রমিক থেকে আলাদা?
চায়ের দেশ সিলেটে ভালো নেই চা শ্রমিকরা। গত বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছিলো। কিন্তু এবছর হয়তো উল্টোটা দেখা যাবে!
কারণ ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে শ্রমিকদের ধর্মঘটে বড় হয়ে যাচ্ছে এই দুই পাতা এক কুঁড়ি। আরো বড় হয়ে গেলে কেটে ফেলে নতুন কুঁড়ির অপেক্ষা করতে হবে বেশ অনেক দিন।
অন্যদিকে মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করে ধর্মঘট প্রত্যাহারের প্রসঙ্গ এলেও তা মানতে পারেনি শ্রমিকরা।
বাগানগুলো প্রায় খালি, তাদের অনেকেই কাজে যোগ দেননি। শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তারা।
সিলেট চট্টগ্রাম বিভাগের ১৬৭ টি নিবন্ধিত চা বাগানে সোয়া এক লাখের বেশি শ্রমিক কাজ করেন। বংশপরম্পরায় তারা এখানেই কাজ করেন।
কেমন তাদের জীবন আর অন্য শ্রমিকদের থেকেই বা তারা কেন আলাদা?
দেখুন অর্চি অতন্দ্রীলার প্রতিবেদনে:
বাংলাদেশ #trending অনুষ্ঠানের এই ভিডিও প্রতিবেদন দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও।