২১শে অগাস্ট ২০০৪: শেখ হাসিনা গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়ার পর বিবিসি বাংলাকে যা বলেছিলেন
'কর্মীরা জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে' - ২০০৪ সালের ২১শে অগাস্ট গ্রেনেড হামলার পরপরই বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রী ও এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ওই সময়েই এই হামলার জন্য তখনার বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন এবং হামলার দায় মাথায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন।
বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলার ঘটনা তার একটি।
ঐ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাবও ফেলেছে।
দুই হাজার চার সালের একুশে অগাস্ট তৎকালীন বিরোধী নেত্রী এবং এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলায় ২৪ জন নিহত হন, আহত হন বহু মানুষ। শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান।