বিবিসির অনুসন্ধান: ইউক্রেনে প্রতিবন্ধী শিশু ও তরুণদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে।

ভিডিওর ক্যাপশান, ইউক্রেনে প্রতিবন্ধীদের ওপর নির্যাতন

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে ইউক্রেনে প্রতিবন্ধী শিশু ও তরুণদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে।

যুদ্ধের আগে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় এক লাখ প্রতিবন্ধী বাস করতো।

মানবাধিকার কর্মীরা ইউরোপিয়ান ইউনিয়নের যোগ দেওয়ার শর্ত হিসেবে ইউক্রেনের এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে।

এর আগে ইউক্রেনীয় সরকার এসব প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল।

বিবিসি নিউজের ড্যান জনসনের রিপোর্ট, পরিবেশন করছেন মিজানুর রহমান খান:

আরো দেখতে পারেন: