কোন হেপাটাইটিস কীভাবে বুঝবেন, লক্ষণ ও চিকিৎসা কী?
হেপাটাইটিস একটি ভাইরাসজনিত রোগ। এটি মূলত লিভারের সংক্রমণ ও প্রদাহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ২০১৯ সালে হেপাটাইটিসের মারাত্মক সংক্রমণ, সিরোসিস এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ব জুড়ে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
সংস্থাটির হিসেবে দেখা যায়, বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে।
কিন্তু এই হেপাটাইটিস কত ধরনের হতে পারে? কোন হেপাটাইটিসের কী লক্ষণ আর শরীরের কোনটা কীভাবে ক্ষতি করে – পুরো বিষয়টি জানাচ্ছেন মুন্নী আক্তার।