আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফেসবুকে ছবি, ৪৭ বছর পর দেখা হল বান্ধবীদের
ঊনিশশো পঁচাত্তর সাল। ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে তোলা হয়েছিল সাত বান্ধবীর একটি ছবি।
এরপর কেটে গেছে ৪৭ বছর। কারও সঙ্গে কারও যোগাযোগ নেই। কেউ কারও খবরও জানেন না।
কয়েকদিন পূর্বে অসুস্থ দিলখোশ বেগম পুতুল (৭ বান্ধবীর ১ জন) মেয়ে প্রত্যাশাকে স্মৃতি হয়ে থাকা সাত বান্ধবীর ছবিটি দেখিয়ে স্কুল জীবনের পর হারিয়ে ফেলা বান্ধবীদের নিয়ে স্মৃতিচারণ করছিলেন। তিনি বলছিলেন 'যদি কোনোভাবে তাদের ফিরে পেতাম'!
এরপর মেয়ে তার মাকে "বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র" -এর কথা জানায়। অবশেষে বিপুল বিপুল সদস্য সংখ্যা থাকা অনলাইন গ্রুপটি উদ্যোগে খুঁজে পাওয়া গেলো সাত বান্ধবীকে।
দেখুন শাহনেওয়াজ রকির ভিডিও প্রতিবেদন।
বিবিসি বাংলার আরো খবর: