আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
স্পেস টেলিস্কোপের যে ছবি দেখে বিজ্ঞানীর স্তব্ধ হয়ে গিয়েছিলেন
বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এক টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা কিছু ছবি এই প্রথমবারের মতো প্রকাশ করেছে নাসা এবং সেই সাথে ইউরোপীয় এবং কানাডার মহাকাশ সংস্থা।
গত বছর মহাকাশে পাঠানো এই টেলিস্কোপের ছবিতে মহাবিশ্বের এযাবতকালের সবচেয়ে বিশদ এবং গভীর কিছু চিত্র ধরা পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, তারা যখন প্রথম এসব ছবি দেখেন, রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন। এসব ছবিতে যেসব ছায়াপথের দৃশ্য ধরা পড়েছে, সেখান থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছাতে সময় লাগে শত শত কোটি বছর। বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা রেবেকা মোরেলের রিপোর্ট পরিবেশন করছেন মোয়াজ্জেম হোসেন: