আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
তাঞ্জানিয়া থেকে পাচার হওয়া প্রতিবন্ধী শিশুদের দিয়ে কেনিয়ায় ভিক্ষুক বাণিজ্য
বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে মানব-পাচারকারী একটি চক্র তাঞ্জানিয়া থেকে প্রতিবন্ধী শিশুদের কেনিয়াতে পাচার করে নিয়ে যাচ্ছে।
উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পরিবারের কাছ থেকে।
কিন্তু শেষ পর্যন্ত এই শিশুদেরকে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করা হয় এবং তাদের মালিকরাই সব অর্থ নিয়ে যায়।
বিবিসির আফ্রিকা আই এরকম একজনকে উদ্ধার করতে সাহায্য করেছে।
জেরি মোয়াঙ্গির প্রতিবেদনটি পরিবেশন করছেন মিজানুর রহমান খান।