আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কাতারে প্রচণ্ড গরমে যেভাবে মারা যাচ্ছে অভিবাসী শ্রমিকরা
বিবিসি নিউজ আরবীর এক অনুসন্ধানে দেখা যাচ্ছে, কাতারে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে যে অভিবাসী শ্রমিকরা মারা যাচ্ছে, তাদের সংখ্যা দেশটি কমিয়ে দেখাচ্ছে।
জলবায়ুর পরিবর্তনের ফলে উপসাগরীয় অঞ্চলে গরমের মাত্রা বিশ্বের গড় বৃদ্ধির চাইতে দ্বিগুন হারে বাড়ছে।
উপসাগরীয় অঞ্চলে কাজ করে এক কোটি ৪০ লাখের বেশি অভিবাসী শ্রমিক, এদের বেশিরভাগই এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। নিজেদের পরিবারের খরচ জোগাতে এরা সেখানে কাজ করতে যায়। কিন্তু কাতারে শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগ করায় এক অভিবাসী কর্মীকে জেলে ঢোকানো হয়। এ নিয়ে বিবিসির নওয়াল আল মাগাফির প্রতিবেদন পরিবেশন করছেন মোয়াজ্জেম হোসেন: