আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের যে গ্রামের নারীদের দেখতে গিয়েছিলেন
উনিশশো তিরাশি সালের নভেম্বর মাসে স্বাধীন বাংলাদেশে মাত্র একবার সফরে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
সে সময় তিনি বাংলাদেশের একটি গ্রামের নারীদের দেখতে গিয়েছিলেন।
চার দিনের সরকারি সফরের একদিনে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন।
ঢাকা থেকে ট্রেনে শ্রীপুর, সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি।
রানির এই সফর এখনও গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
রানির আগমন উপলক্ষ্যে ওই গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিলো, যা পরবর্তীতে এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে।
কেন রানি এই গ্রামটি দেখতে গিয়েছিলেন? সে গ্রামে গিয়ে রানি কী কী করেছেন, কী কী দেখেছিলেন - সে খোঁজ নিয়েছেন বিবিসির শাহনেওয়াজ রকি।
বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি।
বিবিসি বাংলার আরো খবর: