আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সাপ ও মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে সারা দেশে ছুটে বেড়ান যে তরুণেরা
দুই হাজার আঠারো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাপ উদ্ধারের জন্য একটি দল তৈরি করেন মাহফুজুর রহমান।
মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাপ ঢুকলে বা আটকে পড়লে অনেকেই এগুলোকে মেরে ফেলতো।
এই সাপগুলোকে বাঁচাতেই উদ্যোগ নেন মাহফুজ, এবং তৈরি করেন ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
পরবর্তীতে সারা দেশে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একটি দল তৈরি করেন যারা দেশের নানান প্রান্তে মানুষের ঘর বাড়িতে আটকে পড়া এবং আহত সাপ উদ্ধার করেন।
তারা চিকিৎসা দিয়ে সাপগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করেন।
এখন পর্যন্ত প্রায় দেড় হাজারের বেশি সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া এই দলটি।
কেন তারা সাপ নিয়ে এতো মাতামাতি করেন, তাদের উদ্দেশ্যই বা কী?
এসব নিয়ে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকির সাথে। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।
বিবিসি বাংলার আরও খবর: