সাকিব আল হাসান: তৃতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট অধিনায়ক, নৈতিকতার প্রশ্নে এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

ছবির উৎস, Getty Images
- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
আবারও টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
সাকিব আল হাসান এনিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোনও ফরম্যাটে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, "আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিব আল হাসান আমাদের টেস্ট অধিনায়ক ও লিটন সহ-অধিনায়ক।"
সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়ে যেসব প্রশ্ন
সাকিব আল হাসান এর আগেও নানা মেয়াদে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন কিন্তু শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সরিয়ে দেয়া হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তদন্তে উঠে আসে সাকিব আল হাসানের সাথে একজন ভারতীয় জুয়াড়ি যোগাযোগ করেছে এবং সেটা সাকিব আইসিসির কাছে জানাননি।
এই ঘটনায় সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তখন।
যদিও সাকিব আল হাসান ততদিনে প্রায় ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন, আইসিসির নানা রকম প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন, কিন্তু সেই সময়ে এমন একটি প্রস্তাবের কথা সাকিব আইসিসিকে কেন বলেন নি সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল।
সাকিব অবশ্য তখন বিবৃতিতে বলেছিলেন, তিনি এমন একটি ভুল করেছেন যেটা তরুণ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় নয়। এবং তিনি ভবিষ্যতে কখনোই এই ধরনের ভুল করবেন না।
কিন্তু এখানে সাকিবের খেলার প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
অস্ট্রেলিয়ায় এর আগে এমন উদাহরণ আছে, নৈতিক কোনও অপরাধের দায়ে শাস্তি পেয়েছেন এমন কোনও ক্রিকেটারকে একটা দলের নেতৃত্ব দেয়া থেকে বিরত রাখা হয়।
যে কারণে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার বল টেম্পারিং কেলেঙ্কারিতে শাস্তি পেয়ে মাঠে ফিরেও আর অধিনায়ক হিসেবে বিবেচিত হননি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখানে তরুণ ক্রিকেটারদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছেও এই প্রশ্ন করেন সাংবাদিকরা।
মি. হাসান বলেন, "টেস্টে এখন পর্যন্ত যে অপশন ছিল তাতে সাকিব ছাড়া আর উপায় ছিল না। আইসিসির যে পানিশমেন্ট দেয়া হয়েছে সেখানে অন্যদের সাথে সাকিবেরটায় স্পষ্ট পার্থক্য আছে।"

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষক মাজহার মিঠুন বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটা আদর্শ নয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে একটা প্রতিকূল অবস্থানে আছে।
গত বছর ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে তিনি স্ট্যাম্পে লাথি মেরেছিলেন। যা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে যায় বলেই মনে করেন বিশ্লেষকরা।
দুই হাজার উনিশ সালে যখন সাকিব নিষিদ্ধ হন দুই বছরের জন্য, তার ঠিক পরের মাসের বাংলাদেশের ভারত সফর ছিল, সেই সময়ে মুশফিকুর রহিমকে অধিনায়ক হিসেবে ফেরানোর কথা ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ২০১৮ সালে নানা নাটকীয়তার পরে অধিনায়কত্ব হারানো মুশফিক আর অধিনায়ক পদে ফিরতে রাজি হননি।
তামিম ইকবালও টেস্ট ফরম্যাটে অধিনায়ক হতে চাননি বলেই সে সময় প্রতিবেদনে বলা হয়েছে।
মাজহার মিঠুনের মতে, সব মিলিয়ে বাকি ছিলেন মুমিনুল। এখন যখন মুমিনুল খুব কোনঠাসা, এখন আসলে আপাতত সাকিব ছাড়া বিসিবির হাতে তেমন বিকল্প নেই।
শুধু শৃঙ্খলা ও আইসিসির দেয়া শাস্তি নয়, টেস্ট ক্রিকেটের প্রতি সাকিবের আগ্রহ নিয়ে একটা প্রশ্ন ছিল। ২০২১ সালেই সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ফরম্যাটে না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল সাকিব আল হাসান।
সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এরপর নানা সময়ে পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে সাকিব আল হাসানের বেশ কিছু টেস্ট খেলা হয়নি। গত ছয় বছরে বাংলাদেশ খেলে ৩৯টি টেস্ট ম্যাচ, যার মধ্যে ২০টিই মিস করেছেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর বাংলাদেশের খেলা ১৩টি টেস্টের মধ্যে আটটি টেস্টেই সাকিব আল হাসান ছিলেন না।
সাকিব আল হাসান নিজেও গণমাধ্যমে নানা সময়ে বলেছেন তিনি এমন একটা বয়সে আছেন যে 'বেছে খেলাটাই হবে সবচেয়ে ভালো উপায়'।

ছবির উৎস, Getty Images
বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা বলছে
কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরাই বলছেন সাকিব আল হাসান টেস্ট খেলতে আগ্রহী।
বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব এখন টেস্ট খেলতেই বেশি আগ্রহী।
খালেদ মাহমুদ সুজন সাকিবের অভিজ্ঞতার বিষয়টিই এগিয়ে রেখেছেন, "সাকিব অভিজ্ঞ একজন ক্রিকেটার। এই যে শেষ দুই টেস্টে যে পরিমাণ বল করেছে। সাকিব খুব কমই টানা এতো সময় বল করেছেন। ম্যাচের আগে ওর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল।"
সাকিবকে 'গ্রেট ক্রিকেটার' মনে করেন মি. মাহমুদ।
আজ সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, "সাকিবের সাথে এসব বিষয়ে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
"আমার সাথে সাকিবের যা কথা হয়েছে তাতে নিশ্চিতভাবেই সাকিব নিয়মিত টেস্ট ক্রিকেট খেলবে। জিম্বাবুয়ের বিপক্ষে ও নিশ্চিত না। এরপরে যত ফরম্যাটে খেলা আছে সব খেলবে বলেই বলেছে।"
মি. হাসান আজ গণমাধ্যমে বলেন, সাকিবকে অধিনায়ক নিশ্চিত করার আগে এটা একটা আলোচনার বিষয় ছিল ও খেলবে কি না।
সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে আছেন। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা সাকিব আল হাসানকে অনুপ্রেরণা মেনে জাতীয় দল পর্যন্তও এসেছেন।
সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদীন ফাহিম শ্রীলঙ্কার বিপক্ষে সফর শেষে বলেছিলেন সাকিব আল হাসানকে অধিনায়ক করার এটাই সবচেয়ে ভালো সময়।
তিনি নিজের বিশ্লেষণে বলেন, সাকিবের যে অভিজ্ঞতা, দলে অবস্থান, পারফরম্যান্স- সব মিয়ে সাকিবের মতো কাউকে নেতৃত্ব না দেয়া মানে তার পুরোপুরি ব্যবহার না করা।
সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে বাংলাদেশ জিতেছে, ১১টি ম্যাচে হেরেছে, কোনও ম্যাচ ড্র হয়নি।
প্রায় ১৩ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফী বিন মোত্তর্জার চোটের কারণে প্রথম টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান এখনও পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের সবচেয়ে ভালো পারফর্ম করা ক্রিকেটার।








