কেকে: লাইভ কনসার্টে অসুস্থতার পর জনপ্রিয় গায়কের মৃত্যু, অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ কেকে নামেই সবার কাছে পরিচিত ছিলেন।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই গায়কের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

কলকাতায় গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন কেকে।

নজরুল মঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এরপর হোটেলে এবং সেখান থেকে হাসপাতালে যাবার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ বলছে এই মৃত্যু ঘিরে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে, তাই তারা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি বাংলার আরও খবর: