রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পূর্বাঞ্চলের শেষ মুক্ত শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

সেভারোডনেটস্ক শহরের ওপর রুশ বাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সেভারোডনেটস্ক শহরের ওপর রুশ বাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করছে।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শেষ এলাকাটি দখল করে নিচ্ছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর ঘেরাও থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাহিনীকে হয়তো সেখান থেকে সরে যেতে হতে পারে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলছেন, রুশ সৈন্যরা সেখানকার শহর সেভারোডনেটস্কের একাংশে ঢুকে পড়েছে।

রুশ বাহিনীর প্রায় ১০ হাজার সৈন্য এখন লুহানস্কে লড়াই করছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার পুরোটা দখল করা এখন রাশিয়ার অন্যতম সামরিক লক্ষ্য।

আরও পড়তে পারেন:

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত সেভারোডনেটস্কের একটি বাড়ি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত সেভারোডনেটস্কের একটি বাড়ি।

মি. হাইদাই বলছেন, রুশ হামলায় সেভারোডনেটস্ক শহরের অর্ধেকেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাদবাকি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের বাসিন্দারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই করে নিয়েছেন।

পাশের একটি শহর লিসিচ্যানস্কও রুশ বাহিনী ঘিরে ফেলেছে।

বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক পল কারবি লিখছেন, ইউক্রেনের শিল্প-প্রধান ডনবাস অঞ্চলে এই দুটি শহর খুবই গুরুত্বপূর্ণ।

শহর দুটির নিয়ন্ত্রণ হারানো ইউক্রেনের জন্য একটি বড় আঘাত বলে বিবেচিত হবে।

সম্পর্কিত খবর:

সেভারোডনেটস্কের এক বাসিন্দা রান্নার জন্য লাকড়ি জোগাড় করছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সেভারোডনেটস্কের এক বাসিন্দা রান্নার জন্য লাকড়ি জোগাড় করছেন।

তিনি জানাচ্ছেন, শুক্রবার রুশ বাহিনী সেভারোডনেটস্কের পশ্চিমে লিমান নামে আরও একটি শহরে দখল করে নিয়েছে।

এই শহরটি দখলের সময় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে, যদিও ইউক্রেনীয় বাহিনী এক সপ্তাহ আগে থেকেই শহর থেকে হঠে যেতে শুরু করে।

লিমান দখল করে রুশ সৈন্যরা এখন আরও পশ্চিমের দুটি শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোরস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।

ভিডিও দেখুন:

ভিডিওর ক্যাপশান, ইউক্রেনের অধিকাংশ বন্দর অবরোধ করে রেখেছে রাশিয়া। ফলে গুদাম ভর্তি খাদ্যশস্য পচার উপক্রম