আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
অতিরিক্ত মোটা হবার কারণ কি জিনগত ত্রুটি?
স্থূলতা বা অতিরিক্ত মোটা হয়ে যাবার সমস্যায় আক্রান্ত অনেকেই হয়তো জানেন না যে তাদের জিনের কিছু ত্রুটি হয়তো এর পেছনে একটা বড় কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, জিনের কিছু জন্মগত ত্রুটি মানুষের মধ্যে স্থূলতার সমস্যা সৃষ্টি করতে পারে।
এ নিয়ে এক গবেষণার অংশ হিসেবে যুক্তরাজ্যে লুটন শহরের একটি হাসপাতালে ১০০ জন স্থূলতায় আক্রান্ত রোগীর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এর লক্ষ্য - এটা বের করা যে তাদের এ সমস্যার পেছনে তাদের জিন কোন ভূমিকা পালন করছে কিনা।
জিনের কিছু ত্রুটির কারণে মানুষের মস্তিষ্কে ভুল সংকেত যেতে থাকে যে সে এখন ক্ষুধার্ত - যদিও হয়তো কিছুক্ষণ আগেই যথেষ্ট খাবার খাওয়া হয়েছে।
এ নিয়েই বিবিসির রিচার্ড ওয়েস্টকটের রিপোর্ট।