আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ডেনমার্কে ইউক্রেনের শরণার্থীদের কেন আলাদা খাতির
রাশিয়ার হামলার শুরু থেকেই ডেনমার্ক ইউক্রেনের শরণার্থীদের সে দেশে আশ্রয় দিচ্ছে।
ডেনিশ সরকার সম্প্রতি একটি বিশেষ আইন পাশ করেছে যার আওতায় ইউক্রেনিয়ান শরণার্থীরা সে দেশে সর্বোচ্চ দু'বছর থাকতে পারবে।
কিন্তু একই সাথে সরকার চেষ্টা করছে অন্যান্য দেশের আশ্রয়প্রার্থীর সংখ্যা একেবারে কমিয়ে আনতে।
এরপর শরণার্থীরা অভিযোগ করছেন, একেক দেশের শরণার্থীর সাথে একেক রকম আচরণ করা হচ্ছে।
এনিয়ে দেখুন বিবিসির হানান রেজাকের প্রতিবেদন।