আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিএমডব্লিউ, টেসলার সাথে টেক্কা দিতে ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ি
বৈদ্যুতিক গাড়ি এখন সবচেয়ে বেশি বিক্রি হয় চীনে। কয়েক ডজন চীনা কোম্পানি এখন এই গাড়ি বানাচ্ছে।
তবে সম্প্রতি এরকম কয়েকটি চীনা কোম্পানি নরওয়ের বাজারে ঢুকেছে। ক্রেতাদের যখন তখন সর্বাধুনিক ব্যাটারি বদলে নেওয়ার সুবিধা দিচ্ছে অনেক চীনা গাড়ি নির্মাতা।
ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বাজার দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। আমেরিকান টেসলার সাথে এই বাজারে প্রতিযোগিতা করছে বিএমডব্লিউ, অডির মত জার্মান ব্র্যান্ড। আর তেমন অভিজাত ব্র্যান্ড সচেতন এই বাজারে জায়গা করার চেষ্টা করছে চীনের অনেক কোম্পানি।
অসলো থেকে বিবিসির অ্যাড্রিয়েন মারের রিপোর্ট, পরিবেশন করছেন মানসী বড়ুয়া।