ভারতের উত্তরপ্রদেশে আবারো বিজেপির জয়ের পর মুসলিমরা কী বলছে?

ভিডিওর ক্যাপশান, ভারতের উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর মুসলিমরা কী বলছে?

ভারতের যে রাজ্যগুলোতে মুসলিম জনসংখ্যার হার তুলনামূলকভাবে বেশি, তার অন্যতম উত্তরপ্রদেশ।

গত পাঁচ বছরে সেই উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে মুসলিমরা রীতিমতো প্রাতিষ্ঠানিক নির্যাতনের শিকার হয়েছেন বলে বারে বারে অভিযোগ উঠেছে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তাদের মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, জোর করে জয় শ্রীরাম বলিয়ে মারধর করা হয়েছে – এমন ঘটনা ঘটেছে অজস্র।

ওই রাজ্যের সদ্যসমাপ্ত নির্বাচনে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি আবার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর উত্তরপ্রদেশের মুসলিমরা কী বলছেন?

মীরাট থেকে বিবিসি উর্দু বিভাগের তাপস মল্লিকের প্রতিবেদন।

বিবিসি বাংলার আরো খবর পড়ুন: