আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব: 'অনেক সিনিয়র ক্রিকেটার বলতো বাংলাদেশে কোন রেসপেক্ট নাই'
শাহাদাত হোসেন রাজীব। একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত টেস্ট ক্রিকেটার। গত ৭ বছর ধরে দলের বাইরে থাকলেও নানা কারণে আলোচনায় এসেছেন প্রায়ই।
২০০৫ সালে লর্ডসে ক্যারিয়ার শুরু করা শাহাদাত হোসেন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৫ সালে।
ভীষণ সম্ভাবনাময় এই পেসার বিতর্কে জড়িয়েছেন বারবার। নিষিদ্ধ হয়েছেন, জরিমানা গুনেছেন, কারাগারেও গিয়েছেন।
তবে সব পেছনে ফেলে এখনো জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন খোলামেলা কথা বলেছেন তেমনি, বাংলাদেশের বর্তমান পেস বোলিং নিয়েও কথা বলেছেন।
এদেশে সিনিয়র ক্রিকেটারদের যথেষ্ট মূ্ল্যায়ণ না দেয়ার আক্ষেপ আছে তার।
বিবিসি বাংলার বিশেষ সাক্ষাৎকারের এই পর্বে শাহাদাত হোসেন রাজীবের সাথে কথা বলেছেন ফয়সাল তিতুমীর।