আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
হলিউড সিনেমায় ভিএফএক্স, অ্যানিমেশনে যে বাংলাদেশি কাজ করে চলেছেন
‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’ - হলিউডের বিগ বাজেটের এই সিনেমার নেপথ্যে যারা কাজ করেছেন তাদের একজন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা।
হলিউডের বিভিন্ন ছবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করছেন বেশ কয়েক বছর ধরে।
এছাড়াও তিনি কাজ করেছেন বিখ্যাত ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও।
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে অস্কার মনোনয়ন পায় ওয়াহিদ ইবনে রেজার কাজ করা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম-২’ চলচ্চিত্রটি।
এর আগেও তাঁর কাজ করা ছবি ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ও অস্কারে মনোনয়ন পেয়েছিল।
জনপ্রিয় অ্যানিমেশন মুভি ‘হোটেল ট্রানসিলভানিয়া’র তৃতীয় পর্বে লাইটিং ও কম্পিউটার গ্রাফিকসেরও কাজ করেছেন মি: রেজা। এখন হলিউডের কয়েকটা প্রজেক্টে কাজ করছেন।
পাশাপাশি নিজের ছবি সারভাইভিং ৭১এর কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। আফরোজা নীলার সঙ্গে আলাপকালে তিনি বলেছেন তার এসব কাজের অভিজ্ঞতার কথা।
বিবিসি বাংলায় আরো দেখতে পাবেন: