সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল রিবা আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছে
পরিবেশবান্ধব স্থাপত্যকলার জন্য বাংলাদেশের একটি হাসপাতাল বিশ্বের সেরা ভবনের পুরষ্কার পেয়েছে।
রয়্যাল ব্রিটিশ ইনিস্টটিউট অব আকিটেক্ট বা রিবার এই পুরষ্কার বিশ্বের স্থাপত্যকলায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি।
নকশায় পরিবেশকে গুরুত্ব দেওয়ার জন্য ভবনটি বিচারকদের বিশেষ নজর কেড়েছে।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষিরায় বেসরকারি একটি এনজিও পারচালিত এই হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশিফ চৌধুরী। বিস্তারিত দেখুন ভিডিওতে।