নদীর পাশে একটি পরিবেশ-বান্ধব, ভাসমান স্কুল গড়ে তোলা এবং তা চালানো কতটা চ্যালেঞ্জের?

ভিডিওর ক্যাপশান, নদীর পাশে একটি পরিবেশ-বান্ধব, ভাসমান স্কুলগড়ে তোলা এবং তা চালানো কতটা চ্যালেঞ্জের?

ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ কানারচরে নদীর পাশেই গড়ে উঠেছে একটি স্কুল।

পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি বর্ষায় ভেসে ওঠার মতো বৈশিষ্ট্য থাকায় এর স্থাপত্যের জন্য এবছর আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্মাননা পুরস্কার পেয়েছে এই প্রকল্পটি।

স্কুলটির প্রতিষ্ঠাতা রাজিয়া আলমের ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শুরু করার আগে ক্লাসরুমের অভিজ্ঞতা দেয়ার।

জেনে নেয়া যাক, এমন একটি স্থাপনা গড়ে তোলা এবং তা এখন চালিয়ে নেয়া কতটা চ্যালেঞ্জের ?

দেখুন ভিডিওতে