সুনামি কেন হয়? কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই দুর্যোগ?

সম্প্রতি প্রশান্ত মহাসাগরের নিচে এক আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাতের পর সুনামির বিরাট ঢেউ এসে আঘাত হেনেছে দ্বীপরাষ্ট্র টঙ্গাতে।

এই অগ্ন্যুৎপাত ঘটেছে হাঙ্গা টঙ্গা-হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে। এটি পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে।

সুনামি এবং অগ্ন্যুৎপাতের কারণে ছাইয়ে ঢেকে গেছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যোগাযোগ বন্ধ রয়েছে দেশটিতে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট জানিয়েছে, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে ৮০ হাজারের বেশি মানুষ। তবে এখনো কোন প্রাণহানির খবর মেলেনি।

যুক্তরাষ্ট্র আর জাপানে সুনামি সতর্কতা থাকলেও পরে তা নামিয়ে নেয়া হয়। কিন্তু এই সুনামি আসলে কেন হয়? কী পরিস্থিতি তৈরি হয় সুনামি হলে? চলুন দেখে নেই ভিডিওতে।

বিবিসি বাংলার আরো খবর: