আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: বাংলাদেশে ৯৮ দিন পর সংক্রমণ আবারো এক হাজারের বেশি
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১৪০ জন, আর এ সময়ে দেশটিতে মারা গেছেন সাত জন।
এ নিয়ে দেশটিতে প্রায় ৯৮ দিন পর কোভিড সংক্রমণ আবারো এক হাজারের বেশি হল এবং এ পর্যন্ত মোট শনাক্ত হলো ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।
বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, চব্বিশ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪.৬৮%।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ১১৭৮ জনের সংক্রমণের খবর দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ এবং গত ১৩ই নভেম্বর সর্বনিম্ন ১৫১ জন সংক্রমিত হয়েছিলো।
আর ২০২১ সালের ১৯ নভেম্বর ও ৮ ডিসেম্বর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।
এছাড়া ২০২০ সালের ১৮ই মার্চ করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানানোর পর থেকে তিনদিন বাদে আজ পর্যন্ত প্রতিদিনই কম-বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ পর্যন্ত মোট মারা গেছে ২৮ হাজার ৯৭ জন।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
মহামারীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ৫ ও ১০ অগাস্ট। উভয় দিনেই ২৬৪ জন করে মারা যায়।
বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটে গত বছর ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
এখনো পর্যন্ত দেশটিতে মৃত্যুর হার প্রতি ১০০জন শনাক্তের হিসাবে ১.৭৭ আর শনাক্তের হার ১৩.৬৯। আর সুস্থতার হার ৯৭.৫১।
ওদিকে স্বাস্থ্য বিভাগের হিসেবে দেশে ৭ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩৬৮ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন আর দুই ডোজ নেয়া হয়েছে মোট ৫ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৩৪৯ জনের।
এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন আরও ২ লাখ ৬২ হাজার ৪৭ জন।