আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আফগানিস্তান: এক টুকরো রুটির জন্য পথে পথে আফগান শিশুরা
আফগানিস্তানে অর্থনৈতিক ভরাডুবির কারণে দেশটির অসংখ্য শিশু তাদের পরিবারকে সাহায্য করার জন্য কাজ করতে বাধ্য হচ্ছে। এই সংখ্যা আগের চাইতে ক্রমেই বাড়ছে।
তালেবান ক্ষমতা দখলের আগেও, কয়েক হাজার আফগান শিশু ভয়াবহ দারিদ্র্যের কারণে কাজে নামতে বাধ্য হয়েছিল।
তবে, তালেবান ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক তহবিল আসা অনেকাংশে বন্ধ হয়ে গিয়েছে। নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ফলস্বরূপ, বেকারত্ব বাড়ছে।
বিবিসির সেকেন্দার কেরমানি একটি ছেলের সাথে দিন কাটিয়েছেন, যে আর তার কাজিন ভাইরা সম্প্রতি কাবুলে জুতা পলিশের কাজ শুরু করেছে।