আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নিকৃষ্ট প্রধানমন্ত্রী, হার্নিয়া, ফেসবুক, টিকা রেজিস্ট্রেশনসহ ২০২১ সালে গুগলে সবচেয়ে বেশি জানতে চাওয়া বিষয়গুলো
ভার্চুয়াল রিয়েলিটি, হার্নিয়া রোগ ও অমিক্রন কি? আর ফেসবুক বন্ধ কেন? কিংবা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে?
অন্যদিকে সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো?
এমন সব প্রশ্নই ২০২১ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়েছে।
এছাড়া, করোনা ভাইরাসের টিকা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়েও জানার আগ্রহের কমতি ছিল না।
২০২১ সালে বাংলাদেশ থেকে গুগলে সার্চ করা বিষয়গুলো বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন বিবিসির আকবর হোসেন।