আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পোল্যাণ্ডে হুবহু আসল বাচ্চার মত দেখতে পুতুল-শিশু লালনপালন করেন যে মায়েরা
পৃথিবীতে উর্বরতার হার নিম্নতম যে দেশগুলোতে তার একটি হচ্ছে পোল্যাণ্ড। এখানে কিছু নারী একটি পুতুলকে তাদের শিশু সন্তান হিসেবে গ্রহণ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছেন ।
এসব পুতুলকে বলা হয় 'রিবর্ণ ডল' - বাংলায় বলা যেতে পারে পুনর্জন্মপ্রাপ্ত পুতুল। এগুলো এত নিখুঁতভাবে তৈরি যে তারা হুবহু একটি সত্যিকারের নবজাতক শিশুর মতই দেখতে।
এই পুতুলদের সন্তান হিসেবে গ্রহণকারী মায়েরা আসল বাচ্চার মতই তাদের যত্ন নেন, জন্ম উপলক্ষে অনুষ্ঠান করেন, অনেক পুতুলের হৃদস্পন্দনও থাকে।
এই পুতুল-শিশুদের গ্রহণের পর এই মায়েরা যে উপকার পেয়েছেন - তা অনেকেই বিস্মিত করেছে।
যে নারীদের জীবনে বন্ধ্যাত্ব, মিসক্যারেজ বা শিশুসন্তানের মৃত্যুর মত ঘটনা ঘটেছে - তাদের দুশ্চিন্তা বা বিষণ্ণতা দূর করার ক্ষেত্রে চিকিৎসার মত কাজ করে এই নকল শিশু।
পোলিশ শিল্পী বারবারা স্মলিনস্কা এধরনের পুতুল বানিয়ে থাকেন। এবছর বিবিসির 'শত নারী' তালিকায় স্থান পেয়েছেন তিনি।
ভিডিওটি তৈরি করেছেন ক্লেয়ার টালিওর-হেইস।