আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জেন্ডার আইডেনটিটি বা লিঙ্গ পরিচয় কী?
লিঙ্গ পরিচয় বলতে সাধারণত বোঝায় যে, লৈঙ্গিক ভাবে নিজেদেরকে আমরা কীভাবে ভাবি এবং কীভাবে আমরা আমাদেরকে বর্ণনা করি।
বেশিরভাগ মানুষই নিজেদেরকে ‘নারী’ বা ‘পুরুষ’ হিসেবে পরিচয় দিয়ে থাকে।
কিন্তু অনেক মানুষই মনে করে যে তাদের লৈঙ্গিক পরিচয় তাদের জৈবিক লিঙ্গ পরিচয়ের চেয়ে আলাদা।
লিঙ্গ পরিচয়ের পরিবর্তে নিজেদেরকে তারা বিভিন্ন পরিভাষা ব্যবহার করে পরিচয় দিয়ে থাকেন।