সিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণে বহু হতাহত

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি তেলবাহী ট্যাংকার ও লরির সংঘর্ষের পর প্রচণ্ড বিস্ফোরণে কমপক্ষে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের পর স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটির চারপাশের রাস্তাগুলোতে পুড়ে কয়লা হয়ে যাওয়া মৃতদেহ পড়ে আছে।

খবরে বলা হয়, ফ্রিটাউনের পূর্বদিকে জনবহুল ওয়েলিংটন উপশহরে একটি সুপারমার্কেটের সামনে শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

একটি লরির সাথে সংঘর্ষের পর ট্যাংকারটি থেকে তেল গড়িয়ে পড়তে থাকলে কিছু মোটরবাইক আরোহী সেখান থেকে তেল সংগ্রহ করতে শুরু করে। এর ফলে সেখানে যানজট সৃষ্টি হয় এবং একটু পরই ঘটে প্রচণ্ড এক বিস্ফোরণ।

বিবিসি বাংলায় আরো খবর:

এতে যানজটে আটকা পড়া গাড়িগুলোতেও আগুন ধরে যায়। চারদিকে ছড়িয়ে পড়া আগুনে নিকটবর্তী দোকানপাটও পুড়ে যায়। যাত্রীবোঝাই একটি বাসও সম্পূর্ণ পুড়ে গেছে।

শহরের রাষ্ট্রীয় মর্গে ৯০টিরও বেশি মৃতদেহ আনা হয়েছে, এবং একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১০০ লোকের চিকিৎসা চলছে।

ফ্রিটাউন শহরের মেয়র ইভোন আকি-সয়ার বলেছেন, এ ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে।

প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও এক বিবৃতিতে শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য সবকিছু করার আশ্বাস দেন।