আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
হ্যাকিং: র্যানসামওয়্যার কী? কীভাবে হ্যাকাররা আপনার কম্পিউটারে হামলা চালাতে পারে?
বিশ্বের বিভিন্ন দেশে স্কুল, হাসপাতাল এবং বড় বড় কোম্পানিগুলো এখন অনলাইনে হামলার শিকার হচ্ছে।
হামলাকারীরা তাদের ওয়েবসাইটে হ্যাক করে ঢুকে তাদের তথ্য এনক্রিপ্ট করে দিচ্ছে এবং ফাইল ও নথিপত্র আবার আনলক করার জন্য অর্থও দাবি করছে পণ হিসাবে।
শুধু বড় বড় প্রতিষ্ঠান নয়, আপনার আমার মত সাধারণ মানুষের কম্পিউটারও হামলার শিকার হচ্ছে।
র্যানসামওয়্যার সফটওয়্যার ব্যবহার করে হ্যাকাররা কীভাবে কম্পিউটারে হামলা চালায় তা জানতে দেখুন এই ভিডিও।