আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তন: কাজের খোঁজে গ্রাম ছাড়ছেন পুরুষরা, সংসার-প্রাকৃতিক দুর্যোগ সবই সামলাচ্ছেন নারীরা
জলবায়ু পরিবর্তনের ফলে কাজের সুযোগ কমে গেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়, ফলে পুরুষদের কাজের সন্ধানে যেতে হচ্ছে অন্য শহরে বা জেলায়।
তাই নারীদের ঘর সংসার আবার বাইরের কাজ কর্ম সবই সামলাতে হচ্ছে। এরপরেও পরিবারের ভরণ পোষণের ব্যয় মিটাতে নারীদের দিনমজুরের কাজও করতে হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে চাষযোগ্য জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে ফসলি জমি, আবার ঘন ঘন ঘুর্ণিঝড়ের কারণে সাগরে মাছ ধরার পরিমাণও কমে যাচ্ছে।
সব মিলিয়ে সংসার সামলাতে নারীদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
ভিডিওতে দেখুন ওই এলাকায় কী ধরণের চাপের মুখে পড়তে হচ্ছে পরিবারের নারী সদস্যদের: