কোভিড: করোনা ভাইরাসের টিকার জন্য সরকারি ছুটির দিনে এসএসমএস, না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

প্রবাসী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অনেক দেশে ফাইজার ও মডার্নার টিকা প্রাধান্য দেয়া হচ্ছে। (ফাইল ফটো)

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে এসে তা না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা।

শেরেবাংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বিবিসিকে জানিয়েছেন, টিকা কেন্দ্রে যাওয়ার এসএমএস পেয়ে অনেক প্রবাসী কর্মী আজ [বুধবার] সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন।

"কিন্তু আজ ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির দিন হওয়ায় সেখানে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা না পেয়ে সেখানে যাওয়া প্রবাসী কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।"

মি. বড়ুয়া জানান, "আমরা [পুলিশ] গিয়ে তাদের বুঝিয়ে বলেছি। এরপর তারা শান্ত হয়েছেন। এখন তারা চলে যাচ্ছেন।"

তিনি জানান, আড়াইশ মতো লোক সেখানে জড়ো হয়েছিলেন।

'থাকার জায়গা নেই', তবু যশোর থেকে ঢাকায় ছুটে এসেছেন

তাদের একজন যশোরের নোয়াপাড়া থেকে আসা জসিম উদ্দিন। সিঙ্গাপুরে একটি স্টিল কারখানায় চাকরি পেয়েছেন। ভিসার কাজ সম্পন্ন করতে টিকা নিতে এসে বিপাকে পড়েছেন তিনি।

টিকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সরকার বলছে, প্রবাসী শ্রমিকরা করোনাভাইরাস প্রতিরোধী টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

জসিম উদ্দিন বলছেন, "খুলনা এবং যশোর জেলায় মডার্না এবং ফাইজারের টিকা পেতে দেরি হবে- এমন তথ্য পেয়ে আমি ঢাকার কেন্দ্রে নিবন্ধন করেছি। কারণ সিঙ্গাপুরে আমার কোম্পানিকে টিকা কার্ড মেইল করে পাঠালে তারপর তারা ভিসার জন্য কাগজ পাঠাবে।"

"সিঙ্গাপুরে যেতে হলে ফাইজার অথবা মডার্নার টিকা নেয়া থাকতে হবে।...আমি তাড়াতাড়ি হবে মনে করে ঢাকায় টিকা নিতে চাইলাম, কিন্তু এখন তো উল্টো ঝামেলা হয়ে গেল।"

তিনি জানিয়েছেন, "ঢাকায় আমার থাকার কোন জায়গা নেই। টাকা খরচ করে এতদূর এসেছি, ভেবেছিলাম টিকা নিয়ে আজই যশোর চলে যাব।"

"আজ যে টিকা দেয়া হবে না - এইরকম কোন মেসেজ দেয়া হয়নি। এখানে এসে কোন নোটিশও টাঙানো দেখিনি।"

দুই ডোজ টিকা নেয়া থাকলে প্রবাসী শ্রমিকদের জন্য বিধিনিষেধ শিথিল করছে অনেক দেশ।

প্রবাসী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই ডোজ টিকা নেয়া থাকলে প্রবাসী শ্রমিকদের জন্য বিধিনিষেধ শিথিল করছে অনেক দেশ।

বুধবার যারা পাননি, অন্য যেকোন দিন টিকা নিতে পারবেন - স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, "যারা আজ টিকা পাননি, তারা যেকোন দিন নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। নির্দিষ্ট দিনে পাননি বলে তাদের আর টিকা দেয়া হবে না এমন কোন বিষয় নেই।"

ছুটির দিনে কেন টিকার এসএমএস পাঠানো হল - সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

জসিম উদ্দিন কেন্দ্র থেকে কোন তথ্য পাননি।

এখন নতুন করে এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে কি না, কবে তা পাবেন এসব বিষয় নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন তিনি।

এ বছরের জুন মাসে টিকা না পেয়ে বেশ বড় ধরনের বিক্ষোভ করেছিলেন প্রবাসী কর্মীরা।

এরপর বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছিল যে প্রবাসী শ্রমিকরা করোনাভাইরাস প্রতিরোধী টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং তাদের ক্ষেত্রে বয়স ভিত্তিক নিয়ম প্রযোজ্য হবে না।