বিল ক্লিনটন: যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি

বিল ক্লিনটন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিকেল সেন্টারে মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি "কোভিড সংক্রান্ত জটিলতা" নয় বলেও জানানো হয়েছে।

তিনি বলেন ৭৫ বছর বয়সী মি. ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে, তিনি ভালোই আছেন।

কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। তবে তাঁর হার্টের সমস্যার আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে।

"দু'দিনের চিকিৎসার পরেও তার রক্তের সাদা কণিকা কমছে এবং তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।"

মি. ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তারা আশা করছেন দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসি বাংলায় আরও পড়ুন: