ভবানীপুর উপনির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত করলেন মমতা ব্যানার্জি

ছবির উৎস, Getty Images
ভারতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার একটি বিধানসভার আসনে উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করেছেন।
সবশেষ খবর অনুযায়ী, ভবানীপুর বিধানসভা আসনের নির্বাচনে মমতা ব্যানার্জি ৫৮,৮৩২ ভোটের বিশাল ব্যবধানে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সবশেষ তথ্যে দেখা যাচ্ছে, প্রদত্ত ভোটের ৭১ শতাংশেরও বেশি পেয়েছেন মমতা ব্যানার্জি।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন।
বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:

ছবির উৎস, Getty Images
এর ফলে পার্টির বিজয়ের সুবাদে মিজ ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে থেকে যান, কিন্তু তার এই বাধ্যবাধকতা ছিল যে তাকে ছয় মাসের মধ্যে কোন একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে । কারণ আইন অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভার সদস্য হতে হয়।
ভবানীপুর আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জি জয়ী হবার মধ্যে দিয়ে এখন সেই আইনগত শর্ত পূরণ হলো।
অন্য আরো দুটি উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন।




