আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
উষ্ণতা ক্রমাগত বাড়তে থাকায় মেক্সিকোর অনেক জায়গায় জীবন যাপন অসহনীয় হয়ে পড়েছে
কোলারাডো নদী একসময় যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর ভেতর দিয়ে সাগরে পড়তো। কিন্তু বেশ ক'বছর হলো নদীটি সাগরে পৌঁছুনোর অনেক আগেই শুকিয়ে গেছে। ফলে এই নদীতে মাছ ধরে যেসব জেলে জীবন যাপন করতো, তাদের জীবিকা ঝুঁকিতে পড়েছে।
শুধু এই নদীরই যে দুরবস্থা তা নয়, উষ্ণতা ক্রমাগত বাড়তে থাকায় মেক্সিকোর অনেক শহরে জীবন যাপন অসহনীয় হয়ে পড়েছে।
বিবিসি'র লাইফ অ্যাট ফিফটি সিরিজ অর্থাৎ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবনযাপনের ওপর করা সিরিজ রিপোর্টের অংশ হিসাবে রিপোর্টার আলেহান্দ্রা মার্টিনস গিয়েছিলেন মেক্সিকোতে কোলারাডো নদীর হাল দেখতে।