জামালপুরের মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া ৩টি শিশু নিজেরাই ঢাকায় চলে এসেছিল, বলছে পুলিশ

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া তিনটি শিশুকে ঢাকা থেকে উদ্ধারের পর তাদেরকে ওই জেলায় নেয়া হয়েছে।
সেখানকার ইসলামপুর থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় মাদ্রাসা থেকে নিখোঁজ তিন শিশুকে ঢাকার মুগদা এলাকার এক রিকশাচালকের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
"আমরা রাতে (বৃহস্পতিবার) উদ্ধার করে আজই জামালপুরে নিয়ে এসেছি। এখন তাদের আদালতে তোলা হবে," ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বেলা তিনটার দিকে বিবিসিকে বলছিলেন।
এর আগে রাতে জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম তিন শিশুর সন্ধানে ব্যাপক তৎপরতা চালায়।
এক পর্যায়ে ঢাকার কমলাপুর স্টেশনের সিসিটিভি ফুটেজে শিশু তিনটির অবস্থান দেখে ওই এলাকায় তৎপরতা শুরু করেন তারা।
পরে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের উপর ভিত্তি করে মুগদার মান্ডা এলাকার এক রিকশাচালকের বাসায় তাদের পাওয়া যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, তিন শিশুই তাদের কাছে স্বীকার করেছেন যে তারা মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে যায় ট্রেনে করে, কিন্তু সেখানে গিয়ে তারা ভয় পেয়ে যায়।
"ভয়ে ওখানে কাঁদছিল তারা। কান্না দেখে রিকশাচালক তাদের সাথে কথা বললে তারা পালিয়েছে বলে জানায়। পরে তিনি তাদের নিজের বাসায় নিয়ে রাখেন," বলছিলেন মিস্টার রহমান।
জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচরের বাংলাবাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা কওমি মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ওই তিন শিক্ষার্থীকে ১২ই সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
ওই দিন ভোররাতে ফজর নামাজের সময় শিক্ষকরা তাদের নামাজের জন্য ঘুম থেকে তুলেছিলেন।
এরপর থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।
এ ঘটনায় ওই মাদ্রাসার চার শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তারা এখনো আটক আছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।








