কোভিড: বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩৫ জনের, শনাক্ত প্রায় ষোল হাজার

কোভিড-১৯ পরীক্ষা

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩৫ জনের।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ২১, ৩৯৭ জনের মৃত্যু হলো।

দেশটিতে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫, ৭৭৬ জন। বাংলাদেশে সব মিলিয়ে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৫৫ হাজার ২৮৪ নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশে এখন নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২৮.৫৪ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬,২৯৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন সুস্থ হয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৯৫ জন নারী। এদের বেশিরভাগেরই বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।

সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরে চট্টগ্রাম বিভাগে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

Banner image reading 'more about coronavirus'
Banner