কোভিড: বাংলাদেশে পরীক্ষায় প্রতি তিন জনের একজন করোনাভাইরাস পজিটিভ

কোভিডে আক্রান্ত এক ব্যক্তি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কোভিডে আক্রান্ত এক ব্যক্তি।

বাংলাদেশে এখন পরীক্ষা করে প্রতি তিনজনের একজন করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া দেয়া সবশেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে সে হিসেবে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫৫%।

২৩শে জুলাই সকাল ৮টা থেকে ২৪শে জুলাই সকাল ৮টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭টি।

এসব নমুনা পরীক্ষায় ৬ হাজার ৭৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০৩ জন পুরুষ আর ৯২ জন নারী। এদের মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট ১৯ হাজর ৪৬ জনের মৃত্যু হল।

মৃত ব্যক্তিদের প্রায় ৮০% এর বয়স ৫১ বছরের ঊর্ধ্বে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় ঢাকায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৬৮ জন। শতকরা হিসেবে যা ৪৭.১৪%। এরপরেই রয়েছে খুলনা, চট্টগ্রাম , রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ।

স্বাস্থ অধিদফতরের তথ্য অনুযায়ী এ নিয়ে মোট ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিবিসি বাংলায় সম্পর্কিত আরো খবর:

বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান আবার শুরু হয়েছে

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান আবার শুরু হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।