পাকিস্তান: চীনা ইঞ্জিনিয়ার বহনকারী বাস লক্ষ্য করে বোমা, সৈন্যসহ ১৩জন নিহত

বিস্ফোরণের পর খাদে পড়ে থাকা যাত্রীবাহী বাস।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর খাদে পড়ে থাকা যাত্রীবাহী বাস।

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন।

নিহতদের মধ্যে দু'জন পাকিস্তানী সৈন্যও রয়েছে।

বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, কোহিস্তানে একটি বাস যাত্রী নিয়ে সেখানকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। চীন সরকার এই হামলার নিন্দা জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।

পাকিস্তান সরকারের একজন মুখপাত্র এই হামলাকে, তার ভাষায়, কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন।

আরও পড়তে পারেন:

আহত এক চীনা নাগরিককে সরিয়ে নেয়া হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আহত এক চীনা নাগরিককে সরিয়ে নেয়া হচ্ছে।

সংবাদদাতারা বলছেন, তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, না কি বাসের মধ্যেই ছিল, তা এখনও নিশ্চিত নয়।

বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার, যারা কোহিস্তানের ঐ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।

পাকিস্তানী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব চীন এবং আরব সাগরে পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

এতে যেসব নির্মাণ প্রকল্প রয়েছে তাতে বহু চীনা কর্মী কাজ করেন।

বিবিসি বাংলায় অন্যান্য খবর: