নদী থেকে উদ্ধার হলো ভেসে যাওয়া ঈগল

একদিন এক হাঙ্গেরিয়ান দম্পতি ড্যানিউব নদীতে দুটি বিরল সাদা-লেজের ঈগল দেখতে পান, যারা নদীতে প্রায় ডুবে যাচ্ছিল।

পাখি দুটো লড়াই করতে গিয়ে হয়তো একটির সাথে আরেকটি আটকে গিয়েছিল।

ক্লডিয়া কিস এবং রিচার্ড ভার্গা কায়াক করার সময় এই দুটি পাখিকে উদ্ধার করেন।