ইসরায়েল-ফিলিস্তিন সংকট: যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ছবির উৎস, Getty Images
গাযায় ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আটদিন ধরে চলছে সহিংসতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই পক্ষকে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন।
মি. বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানইয়াহুকে বলেছেন, সহিংসতা বন্ধে মিশর ও অন্যান্য রাষ্ট্রের সাথে একত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র।
কিন্তু আবার একই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে একটি বিবৃতি প্রকাশের চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এনিয়ে তিনবার ইসরাইলের সামরিক অভিযান বন্ধে নিরাপত্তা পরিষদের চেষ্টাকে আটকে দেয় যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের চেষ্টা করার জন্য ইসরাইলকে উৎসাহিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।"

ছবির উৎস, Getty Images
নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে।
যদিও ইসরায়েল বলছে হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যু অনিচ্ছাকৃত। ইসরাইলের দাবি নিহতদের বেশিরভাগই ফিলিস্তিনি জঙ্গি। তবে গাযার নিয়ন্ত্রণে থাকা হামার এই দাবি অস্বীকার করেছে।
এই সংঘর্ষ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আহবান অব্যাহত রয়েছে।
গাযায় আটদিন ধরে ভয়াবহ মাত্রায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।
গড়ে প্রতিদিন একশ থেকে দেড়শ বার ইসরায়েলি যুদ্ধ বিমান গাযায় উড়ে গিয়ে বোমা ফেলছে। সেইসাথে চলছে সীমান্ত থেকে দূরপাল্লার কামানের গোলা
হামাসও গাযা থেকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে তিন হাজারের বেশি রকেট ছুঁড়েছে, বলছে ইসরাইল।
সম্পর্কিত খবর:








