করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৭ জন, কমেছে নতুন শনাক্তও

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৫৭ জন, যা আগের দিনের তুলনায় অনেক কম।
আগের দিন ৮৮ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২,১৭৭ জন এবং এটিও সংখ্যার দিক থেকে গতকালের চেয়ে কিছুটা কম।
তবে শনাক্তের হার নমুনা পরীক্ষার তুলনায় আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ১০ দশমিত ৩৪ হয়েছে।
নতুন ৫৭ জন নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু হলো ১১ হাজার ৪৫০ জনের।
আর কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিবিসি বাংলায় আরো পড়ুন

ছবির উৎস, Bangladesh Health Directorate
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫৫ জন মারা গেছেন হাসপাতালে।
মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ২৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৩২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার যে বুলেটিন দিয়েছিলো তাতে ২,৩৪১ জন নতুন শনাক্ত ও ৮৮ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছিলো।








