করোনা ভাইরাস: একদিনে কোভিড-১৯ রোগী শনাক্ত সাড়ে সাত হাজার ছাড়ালো

ছবির উৎস, Getty Images
বাংলাদেশ একদিনে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যায় আবারো নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭,৬২৬ জন নতুন শনাক্ত হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন করে মারা গেছেন ৬৩ জন।
মৃতদের মধ্যে ৩৯জন পুরুষ এবং ২৪ জন নারী। সব মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৪৪৭ জন। যাদের মধ্যে ৭,০৮২ জন পুরুষ এবং ২,৩৬৫ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪,৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২২.০২ শতাংশ।
আরো পড়তে পারেন:
এনিয়ে টানা চতুর্থ দিনের মতো সংক্রমণ সাত হাজারের বেশি হলো।
রবিবার প্রথমবারের মত দৈনিক শনাক্ত সাত হাজার অতিক্রম করেছিল।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতেও দেখা দেয় ঊর্ধ্বগতি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশে লকডাউন জারি করেছে সরকার।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।








