করোনা ভাইরাস: টানা দ্বিতীয় দিনের মতো সাত হাজার ছাড়ালো শনাক্ত

ছবির উৎস, NurPhoto/Getty
বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাস সংক্রমণের দৈনিক শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
রবিবার প্রথমবারের মত দৈনিক শনাক্ত সাত হাজার অতিক্রম করেছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৫২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত আটই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গতকাল ছিল একদিনে সবচেয়ে বেশ শনাক্তের দিন।
এ পর্যন্ত বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।
আর এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩১৮ জন।
আরো পড়ুন:
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার ২৩.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতেও দেখা দেয় ঊর্ধ্বগতি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশে লকডাউন জারি করেছে সরকার।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।








