করোনা ভাইরাস: দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দৈনিক শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত আটই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এই প্রথম একদিনে এতো বেশি আক্রান্ত শনাক্ত হল।

এ পর্যন্ত বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।

আর এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের হার ২৩.৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে।

বাংলাদেশে আগের তুলনায় সুস্থতার হার কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।

তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতেও দেখা দেয় ঊর্ধ্বগতি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সপ্তাহ থেকেই বাংলাদেশে আবার লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner