করোনা ভাইরাস: যাত্রী বাসে ৬০% ভাড়া বাড়লো দু সপ্তাহের জন্য

বাসা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাসা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার

বাংলাদেশ করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন সকালেই সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আগামী কাল থেকেই দু সপ্তাহের জন্য এটি কার্যকর হবে।

এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলা ১৮ দফা নির্দেশনা জারী করেছিলো সরকার এবং তাতে গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের কথা বলা হয়েছিলো।

এ প্রেক্ষাপটে সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের নির্দেশনা বাস্তবায়নের আগে ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে।

এ নিয়ে সোমবার সন্ধ্যায় বিআরটিএ কার্যালয়ে মালিক সমিতির সাথে কর্তৃপক্ষের বৈঠকে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেয়া হয়।

পরে রাতেই তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

বর্ধিত ভাড়া দুই সপ্তাহ কার্যকর থাকবে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বর্ধিত ভাড়া দুই সপ্তাহ কার্যকর থাকবে

যদিও ভাড়া বাড়লেও বাসগুলোতে অর্ধেক আসন খালি রাখা হবে কি-না কিংবা স্বাস্থ্যবিধি কতটুকু মানা হবে তা নিয়ে উদ্বেগ আছে অনেকের মধ্যেই।

উত্তরা থেকে নিয়মিত মতিঝিলে বাসে যাতায়াত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারাহ সাজিয়া।

তিনি বলছেন, "গত বছরও একই ভাবে ভাড়া বাড়ানো হয়েছিলো আসন খালি রাখার কথা বলে। কয়েকদিন পর শুধু ভাড়াই বেশি দিয়েছি। বাস ভর্তি করেই যাত্রী উঠিয়েছে চালক ও হেলপাররা।"

মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে কারওয়ান বাজার বাসে যাতায়াত করেন মাহবুবা তুলি।

তার মতে, "মিরপুর থেকে ফার্মগেট বা কারওয়ান বাজার নামলে এমনি শেষ গন্তব্যের ভাড়া দিতে হয়।এরপর যদি ৬০% বাড়ে তাহলে অবস্থা কেমন হবে বুঝতে পারছি না"।

বাংলাদেশে গত বছর ৩১শে মে থেকেও গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখার নির্দেশ দেয়ার পরেও ৬০ ভাগ ভাড়া বাড়িয়েছিলো সরকার।

পরে পহেলা সেপ্টেম্বর থেকে আবার স্বাভাবিক যাত্রী পরিবহন শুরু হয়েছিলো।