ইয়েমেনের যে দৃষ্টি প্রতিবন্ধী শিশু যুদ্ধ এলাকার স্কুলে পড়াচ্ছে

ইয়েমেনে যেখানে সম্মুখ রণাঙ্গন, সেখানেই যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ভাঙা দালানে প্রতিদিন ক্লাস করতে আসে শত শত শিশু শিক্ষার্থী।

সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে যেখানে লড়াই চলছে, সেখানে তাইয শহরে ক্লাস চালিয়ে যাবার দায়িত্ব নিয়েছে নয় বছরের দৃষ্টি প্রতিবন্ধী আহমেদ।

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আহমেদ।

স্কুলের শিক্ষকরা এখন আর বেতন পান না। ফলে তারা নিয়মিত ক্লাসে আসেন না। তখন ক্লাস নেয় আহমেদ। সে বলে: "আমি যা শিখেছি তাই ওদের শেখাই।"

ইউনিসেফের তথ্য অনুযায়ী ইয়েমেনে প্রতি পাঁচটির মধ্যে একটি স্কুলই এখন বন্ধ।

কিন্তু এই স্কুলটিতে ব্যাপক ক্ষতির মধ্যেও ক্লাস চলছে নিয়মিত।