আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নাইজেরিয়ার গ্রামে যেভাবে প্রসূতি মা ও নবজাতকের জীবন বাঁচাচ্ছে একটি গাড়ি
প্রসবের জন্য সময়মত হাসপাতালে পৌঁছনর পথ নাইজেরিয়ার এই প্রত্যন্ত গ্রামের নারীদের জন্য ছিল খুবই কঠিন।
হাসপাতালে যেতে যেতে প্রায়শই গর্ভের সন্তানের মৃত্যু ঘটতো।
একের পর এক গ্রামে বান্ধবীদের এমন পরিণতি দেখতে দেখতে হন্যে হয়ে পরিত্রাণের উপায় খুঁজছিলেন হালিমা।
গ্রামের নারীদের নিয়ে বৈঠক করে একটা দারুণ কিন্তু সহজ উপায় বের করলেন তিনি, যা এখন নাইজেরিয়ার ওই গ্রামে নারীদের মুখে হাসি ফুটিয়েছে। বদলে দিয়েছে তাদের জীবন।