আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্যান্সার: কোলন ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ ও চিকিৎসা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে আছে ক্যান্সার।
সবশেষ ২০১৮ সালের হিসেবে সারা পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
আর প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তিন লাখ মানুষ। প্রতি ছয় জনে একজনের মৃত্যু হচ্ছে এই ক্যান্সারের জন্য।
সংস্থাটি বলছে, সঠিক প্রতিরোধের ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।
যদিও পৃথিবীতে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হবার সম্ভাবনাও বাড়ছে।
ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে প্রতি বছর আক্রান্ত হচ্ছেন বিশ্বের মানুষ।
'বিশ্ব ক্যান্সার দিবসে' আজ আপনাদের জানাবো কোলন ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ ও চিকিৎসা নিয়ে।
এটা এমন এক ধরনের ক্যান্সার যা দেহের বৃহদন্ত্রের অংশে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধির কারণে সৃষ্টি হয়। কোলন ক্যান্সার বৃহদন্ত্রের ক্যান্সার নামেও পরিচিত।
আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা সহ বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী- তরুণদের মধ্যে কোলন ক্যান্সার শনাক্ত হওয়ার হার বাড়ছে এবং এত দ্রুতগতিতে এটা হচ্ছে যে বিজ্ঞানীরাও বিস্মিত হয়ে পড়েছেন।
ক্যান্সার নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে এটি।
দেখতে পাবেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও।
আরো দেখুন: